প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে চার দিনব্যাপী ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরির সমাপনী ও তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। ‘শান্তির জন্য কাবিং’ স্লোগানে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ স্কাউটস দামুড়হুদা উপজেলার আয়োজনে এই সমাপনী ও তাবু জলসা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।
এসময় তিনি বলেন, ‘চার দিনে এই কাব ক্যাম্পুরিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা (কাব বৃন্দ) অনেক কিছু শিখতে পেরেছে। স্কাউটের মূল উদ্দেশ্য হলো সাধ্যের মধ্যে থেকে নিজের সর্বোচ্চ বিবেক দিয়ে ভালো কিছুর চেষ্টা করা। যারা স্কাউটের সাথে জড়িত থাকে, তারা সবকিছু করতে পারে। একজন মানুষকে সবকিছু করতে হবে, জানতে হবে। সকলের মধ্যে পারস্পরিক সহযোগিতা করার মনোভাব থাকবে হবে। প্রত্যেক পিতা-মাতাকে তার সন্তানদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসসহ দামুড়হুদা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কাব শিক্ষকেরা। অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আকবর আলী।