কার্পাসডাঙ্গায় ৩ কেজি গাঁজাসহ যুবক আটক

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ লাল্টু (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর সাড়ে চারটার দিকে তাকে আটক করা হয়। আটক লাল্টু কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের আলাল হোসেনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে একজন মাদক ব্যবসায়ী সীমান্ত এলাকা থেকে মাদকের চালান নিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল ভোর সাড়ে চারটার দিকে আরামডাঙ্গায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ লাল্টুকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার পর আদালতে পাঠানো হয়েছে।