
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের কোমরপুর ব্রিজমোড়ে রাস্তার জমিতে থাকা অবৈধ স্থাপরা উচ্ছেদ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহাতাব উদ্দীন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযান সূত্রে জানা যায়, কার্পাসডাঙ্গার কোমরপুর ব্রিজমোড়ে পৃথক সরকারি রাস্তার জমিতে অবৈধভাবে বাড়ি নির্মাণ করছিলেন মৃত কালু শেখের ছেলে শাহাজাহান আলী, একই এলাকার মৃত আলী আহাম্মদ মুহুরীর ছেলে সেলিম উদ্দীন ও মৃত আলী মন্ডলের ছেলে রমজান আলী। গতকাল বিকেলে অভিযান চালিয়ে রাস্তার জমিতে নির্মাণ করা অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহাতাব উদ্দীন বলেন, ‘দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসের নির্দেশে আমার ঘটনাস্থলে যায়। এবং রাস্তার জমি দখল করে অবৈধভাবে পাঁকা স্থাপনা নির্মাণকাজ চলমান দেখতে পায়। এসময় অভিযান চালয়ে অবৈধ স্থাপনা গুলো ভেঙে দেওয়া হয়।’