প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রোট সজল কুমার দাস এ জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মূল্যতালিকা ও কেনা মালামালের রশিদ দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় কার্পাসডাঙ্গা বাজারের ইউনুস স্টোরকে এক হাজার টাকা ও বিল্লাল স্টোরকে ৫ শ টাকা জরিমানা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস ব্যবসায়ীদের মূল্যতালিকা ছাড়া কোনো মালামাল বিক্রি ও রশিদ ছাড়া কোনো মালামাল কেনা যাবে না বলে সতর্ক করেন। অভিযানে সহযোগিতা করে দামুড়হুদা মডেল থানা-পুলিশের একটি দল।