কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে ৩ হাজার ৬ শ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাসের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কার্পাসডাঙ্গা বাজারের মুদি ব্যবসায়ী আজিবার রহমান দোকানে মূল্যতালিকা না টাঙানোর অপরাধে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ১১ ধারায় ১ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস। এছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করার অপরাধে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ১৫ ধারায় একই বাজারের ব্যবসায়ী মোতাবেক আবুল বাসার ও সমাজ আলীকে ৩ শ টাকা করে মোট ৬ শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিল দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল।