চুয়াডাঙ্গা বুধবার , ১৮ জানুয়ারি ২০২৩

কার্পাসডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই করাত কলের মালিককে জরিমানা

নিউজ রুমঃ
জানুয়ারি ১৮, ২০২৩ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ও পার্শ্ববর্তী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসময় দুই করাত কল মালিককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় কার্পাসডাঙ্গা বাজারের আলতাফ স’ মিলের মালিক আলতাফ হোসেনকে গণউপদ্রব সৃষ্টি করার অপরাধে ২৯১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা ও দূর্গাপুরে আ. আজিজ স’ মিলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সার্বিক সহযোগিতায় ছিল দামুড়হুদা মডেল থানা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।