প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ও পার্শ্ববর্তী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসময় দুই করাত কল মালিককে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় কার্পাসডাঙ্গা বাজারের আলতাফ স’ মিলের মালিক আলতাফ হোসেনকে গণউপদ্রব সৃষ্টি করার অপরাধে ২৯১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা ও দূর্গাপুরে আ. আজিজ স’ মিলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সার্বিক সহযোগিতায় ছিল দামুড়হুদা মডেল থানা পুলিশ।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।