
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ইউনিয়ন পর্যায়ে দুই দিনব্যাপী প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া, সাস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল নয়টায় কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।
দামুড়হুদা উপজেলা সহকারী শিক্ষা অফিসার সেলিম রেজার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহিদুর রহমান মুকুল, কার্পাসডাঙ্গা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সদস্যসচিব কুলছুম খাতুন, কার্পাসডাঙ্গা ইউপি সদস্য আলমগীর হোসেন, দেলোয়ারা খাতুনসহ ইউনিয়নের ১৯ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন। আজ সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।