চুয়াডাঙ্গা সোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কার্পাসডাঙ্গায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করলেন সহকারী সচিব মাহমুদা ইয়াছমিন

নিউজ রুমঃ
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৭:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বৈশাখী বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব মাহমুদা ইয়াছমিন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে তিনি বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের পূর্বে বিদ্যালয় প্রাঙ্গনে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

পরিদর্শন শেষে সহকারী সচিব মাহমুদা ইয়াছমিন প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পরিচালক আহসান হাবিব পিয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, সমাজসেবা অফিসার (রেজি), মো. সাঈদ হাসান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি শহিদ বিশ্বাস।

এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক মো. আলাউদ্দিন, হাফেজ মাওলানা জিয়াউর রহমান, সমাজসেবক হায়াত আলী, উসমান আলী, শিক্ষক মো. মিলন, তারিক কাজি, রাশিদুল ইসলাম, সাইফুল ইসলাম, মহিউদ্দিন, হাসিনা খাতুন, তাসলিমা খাতুন, রকিবুল ইসলাম, তানিয়া খাতুন, তানজিরা খাতুন, আজনিহার খাতুন, রাহাজান, কাইজার প্রমুখ। সর্বশেষ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব মাহমুদা ইয়াছমিন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।