
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় তিন দিনব্যাপী কবি নজরুল মেলা শেষ হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটায় মেলার শেষ দিনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মনজু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কবি কাজী নজরুল ইসলাম শুধুমাত্র আমাদের জাতীয় অহঙ্কার নন, তিনি সমগ্র বাঙালি জাতীর কবি, সাম্যবাদের কবি, মানবতার কবি, বিদ্রোহের কবি। কার্পাসডাঙ্গায় অবস্থানকালে তিনি একটি আটচালা ঘরে থাকতেন। যে খাটে তিনি ঘুমোতেন, যে আলমারিটা ব্যবহার করতেন, তা আজও অক্ষত রয়েছে। কবির গুরুত্ব অনুভব করে তার স্মৃতি লালন করেই প্রতিবছর নজরুল মেলার আয়োজন করা হয়। ভারতের আজাদি ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তার লেখা কবিতা, গান আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।’ এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আব্দুর রশিদ।
কৃষিবিদ হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, গণউন্নয়ন গ্রন্থগারের পরিচালক আবু সুফিয়ান, বিশিষ্ট ব্যবসায়ী আ. মান্নান ও নজরুল স্মৃতি সংসদের সভাপতি অব. সহকারী অধ্যাপক আব্দুর গফুর। এসময় আরও উপস্থিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রফেসর ড.সন্দিপক মল্লিক, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের এজিএম আ. হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাপণী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের আলোচনা শেষে বাংলার ঐতিহ্যবাহী হাডুডু ও দড়িটানা খেলার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর সন্ধ্যায় এপার বাংলা ওপার বাংলা কবিদের সম্মাননায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।