
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী কবি নজরুল মেলা। গতকাল শুক্রবার মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। তিনি বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন প্রেম, বিরহ- বেদনা ও সাম্যের কবি। তিনি ছিলেন বাংলা সাহিত্য-সংগীত তথা সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় কাজী নজরুল ইসলামের লেখনী ধুমকেতুর মতো আঘাত করে জাগিয়ে তুলেছিল ভারতবাসীকে। বিদ্রোহী কবিতে পরিণত হন তিনি। ‘দুখু মিয়া’ হিসেবেও পরিচিত এই কবি ফ্যাসিবাদ, নিপীড়ন, অনাচার, বৈষম্য, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে অগ্নিকণ্ঠে সোচ্চার হয়ে লিখেছেন অসংখ্য গল্প, কবিতা, উপন্যাস ও গান। তিনি ছিলেন চির প্রেমের কবি। তিনি বিদ্রোহী কবি হলেও তার প্রেমিক রূপ ছিল প্রবাদপ্রতিম। এ কারণেই অনায়াসে এ কবি বলে গেছেন, ‘আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়।’ এছাড়াও একাধারে তিনি কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, শিশু সাহিত্যিক, অনুবাদক, প্রাবন্ধিক, সম্পাদক, সাংবাদিক, গীতিকার, সুরকার, স্বরলিপিকার, গীতিনাট্যকার, গীতালেখ্য রচয়িতা, চলচ্চিত্র কাহিনিকার, চলচ্চিত্র পরিচালক, সংগীত পরিচালক, গায়ক, বাদক, সঙ্গীতজ্ঞ ও অভিনেতা ছিলেন।’
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু। প্রধান আলোচক ছিলেন অগ্নিবীণার প্রতিষ্ঠাতা নজরুল গবেষক এইচ এম সিরাজ, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহেদ। স্বাগত বক্তব্য দেন কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক আ. গফুর। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা ব্যাবস্থাপক আরব বিল্লাহ জোয়াদ্দার। এসময় উপস্থিত ছিলেন আহম্মাদ আলী মাস্টার কার্পাসডাঙ্গা ফাজিল ডিগ্রি মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি জাহিদুর রহমান মুকুল প্রমুখ।