কার্পাসডাঙ্গায় কফি মেকার বিস্ফোরণে যুবক আহত

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় কফি মেকার মেশিন বিস্ফোরণ হয়ে রাসেল নামের এক যুবক আহত হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে কার্পাসডাঙ্গা বাজারের আপ্যায়ন রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। রেস্তোরাঁর মালিক এনামুল হক জানান, রেস্তোরাঁয় কাজ করছিলেন কর্মচারী রাসেল। এসময় পাশে থাকা কফি তৈরির মেশিনটি বিস্ফোরিত হয়। এতে রাসেল আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়।