
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলা ওয়ার্কার্স পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় কার্পাসডাঙ্গা আশ্রয়ন প্রকল্প চত্বরে ওয়ার্কার্স পার্টি দামুড়হুদা উপজেলা শাখা এ সভার আয়োজন করে। উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আনছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কমরেড শিক্ষক সিরাজুল ইসলাম বদ্দী, কমরেড আমিনুল ইসলাম লাল্টু, নুরুল হুদা, আব্দুল মান্নান ও নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন আবুল কাশেম, মিলন, সামাদুল হকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকমীর্বৃন্দ। সভা পরিচালনা করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন ওয়ার্কার্স পাটির সভাপতি আ.সামাদ।