প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ খোকন (২৪) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর সড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ। অভিযানে খোকনকে আটক করা হয়। এসময় খোকনের নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক খোকন উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের খতিব মোড়লের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের এসআই ইমরান হোসেন ও এএসআই মসলেম উদ্দিনের নেতৃত্বে সীমান্তবর্তী কুতুবপুর সড়কের বয়রা যাত্রী ছাউনির নিকট অভিযান চালানো হয়। অভিযানে ১ কেজি গাঁজাসহ খোটনকে আটক করে। পরে আটককৃত খোকনকে দামুড়হুদা মডেল থানায় প্রেরণ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।