কার্পাসডাঙ্গায় ইটভাটার দুই শ্রমিকের সাইকেল চুরি

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা থেকে জামাসহ একই সঙ্গে দুটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাতটার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের একটি ইটের ভাটা থেকে দুই শ্রমিকের দুটি সাইকেলটি চুরি হয়। ভুক্তভোগী দুই সাইকেল মালিক শুকুর আলী ও আব্দুল কাদের জানান, গতকাল সকাল ৭টার দিগকে তাদের দুটি হিরো জেট বাইসাইকেল এবং গায়ের চাদর ও জামা সাইকেলের ওপর রেখে ভাটায় কাজ করছিলেন। আটটার দিকে সকালের খাবার খাওয়ার জন্য তাদের সাইকের রাখার স্থলে এলে দেখেন সাইকেল দুটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও সাইকেল দুটি আর পাওয়া যায়নি। চলতি মাসেই কার্পাসডাঙ্গা থেকে আরও দুটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে।