
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আগুনে পুড়ে ছাই হয়েছে রবি মন্ডলের পাটকাঠি গাদা। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল রাতে শিশির মন্ডলের ছেলে রবি মন্ডলের পাটকাঠি গাদায় আগুন লাগে। এতে মূর্হুতেই তার দুটি পাটকাঠি গাদা পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দর্শনা ফায়ার সার্ভিসের একটি দল। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রবি মন্ডল জানান, পাটকাঠি গাদা পুড়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়দের ধারণা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।