কার্পাসডাঙ্গায় আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
‘সেবা-সাফল্যে ও আস্থায় অবিচল’ স্লোগানে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় কার্পাসডাঙ্গা বাজারের এমএম ফিলিং স্টেশনের সামনের নতুন মার্কেটে ফিতা কেটে এ উপ-শাখার উদ্বোধন করা হয়। আইএফআইসি ব্যাংকের দর্শনা শাখার ব্রাঞ্চ ম্যানেজার সোহরাব হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্পাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা বাজার কমিটির সভাপতি আলমগীর রাসেল ও সাংবাদিক আতিয়ার রহমান। এছাড়াও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং বাজারের গণ্যমান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দেশের শান্তি, অগ্রগতি ও ব্যবসায়ীদের কল্যাণ কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।