চুয়াডাঙ্গা মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

কাজ প্রিয় মানুষ আমি, কাজ করার সুযোগ দিন

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ১৫, ২০২০ ৯:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা পৌর ওয়ার্ড আ.লীগের কর্মী সমাবেশে সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার
আনিছ বিশ্বাস:
আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা পৌর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নাসির আহাদ জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, ‘কাজ প্রিয় মানুষ আমি, কাজ করার সুযোগ দিন আমাকে। বেশ কয়েক বছর ধরে চুয়াডাঙ্গা পৌর এলাকায় কোনো উন্নয়ন হয়নি। এই পৌর এলাকায় গরিব-দুঃখী, মেহনতি মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। এ জন্য অসহায়, গরিব-দুঃখী, মেহনতি মানুষের সেবা করার জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই। বর্তমানে এই দেশকে বিশ্বের দরবারের উচ্চস্থানে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা সরকার উন্নয়ন ও অগ্রগতির সরকার। আর এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী পৌর নির্বাচনে আমি মেয়র প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন চাই। তাই আগামী পৌর নির্বাচনে আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি এই পৌর এলাকায় উন্নয়নের জোয়ার বইয়ে দেব, ইনশা-আল্লাহ।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা মাস্তার, পৌর মহিলা কাউন্সিলর সুলতানা আরা রত্না, বীর মুক্তিযোদ্ধা রাহাত উল্লাহ, আরমান শেখ, সাজ্জাদ হোসেন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কাবিল হোসেন জোয়ার্দ্দার ও মোজাম্মেল হক মোজাম, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী নাবিলা সুলতানা ছন্দা, সাথী, ৫ নম্বর ওয়ার্ডের নেত্রী সালমা প্রমুখ। কর্মী সমাবেশের সঞ্চালনায় ছিলেন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিনারুল ইসলাম মালিক। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বেল্টু, শাকিল এজাজ টিপু, নাজমুল হক মিণ্টু, সিরাজুল ইসলাম মিণ্টু, আসাদুল, রাশেদুল ইসলাম, সামসুল, মুক্তার ও রবি দাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।