
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভার ৪ ও ৯ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্টার কাজী শামছুল হকের নামীয় নিকাহ রেজিস্ট্রেশন লাইসেন্স বাতিল করা হয়েছে। অবৈধ ও আইন পরিপন্থীভাবে কাজী শামছুল হককে নিয়োগ দেওয়া হয়েছিলো বলে হাইকোর্ট কর্তৃক তা প্রমাণিত হয়েছে। চলতি বছরের ১৫ই জানুয়ারি হাইকোর্ট এক আদেশে কাজী শামছুল হকের নিকাহ রেজিস্টার অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন। হাইকোর্ট এর আদেশে আরও বলা হয় কাজী শামসুল হক নিকাহ রেজিস্টার পরিচয়ে কোনো কাজ করলে তা সম্পূর্ণ বেআইনী ও অবৈধ।