চুয়াডাঙ্গা শুক্রবার , ২৩ জুন ২০২৩

কাকে ‘কাউয়া শিল্পী’ বললেন ওমর সানি

নিউজ রুমঃ
জুন ২৩, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন প্রতিবেদন:
সম্প্রতি দেশের বেশ কয়েকজন অভিনয়শিল্পী পাড়ি জমিয়েছেন মার্কিন মুলুকে। উদ্দেশ্য ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নামের একটি অনুষ্ঠানে পারফর্ম করা। যেখানে রয়েছে ছোট পর্দা থেকে শুরু করে ঢাকাই সিনেমার বেশ কিছু তারকারা। যুক্তরাষ্ট্রে আয়োজিত সেই অনুষ্ঠানে কিছু শিল্পীর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন দেশের একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। এদের মধ্যে কারো নাম উল্লেখ না করে ‘কাউয়া শিল্পী’ বলেও মন্তব্য করেছেন তিনি।

গতকাল শুক্রবার নিজের ফেসবুকে ওমর সানি লিখেছেন, ‘আগে আমেরিকার অনুষ্ঠানের নাম শুনলেই কম বেশি আমরা সবাই লাফ দিতাম। কিন্তু এখন যে ধরনের দুই-একজন কাউয়া শিল্পীকে তারা নিয়ে যাচ্ছে আমরা অবাক হচ্ছি, রুচির দুর্ভিক্ষ। হায়রে…!’ সানির ওই পোস্টে অনেকেই অভিনেতার সঙ্গে সহমত পোষণ করেছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, আপনি যেতে পারেননি বলেই কি এই মন্তব্য? সেসবের জবাবও দিয়েছেন নায়ক। জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে এমন আয়োজনে এর আগেও বহুবার গিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।