কষ্টে আঁখি ঝরে
—— এম এ মামুন
ঈদ এসোনা আমার ঘরে বায়না ধরে খোকা,
আর কতকাল ঈদের খুশির দিতে হবে ধোকা।
ঈদ এলেই আমার খোকা স্বপ্ন অনেক আঁকে,
ঈদের দিনে নতুন পোষাক দিতেই হবে তাকে।
আমি এবং খোকার বাবাই কষ্ট করি ঢের,
অনটনের এ সংসারে অভাব যত ফের।
তার উপরে খোকার বাবার ভাঙ্গলো দুটি পা,
আয়ের থলি শুন্য হলেও রোগশয্যায় মা।
আহার জোগায় চেয়ে-চিন্তে রোগে ঔষধ নাই,
হাজার কষ্ট অনাহারে দেখার কেহ নাই।
মাথার উপর নেই ছাউনি ঝড় বাদলে ভয়,
এমন দুঃখের সংসারে কি সুখের প্ূঁজা হয়?
কষ্টে আহার নষ্ট শরীর রোগের যত বৃদ্ধি,
দুঃখের ঘরে খুশির চাঁদ আনে কে কার সাধ্যি?
তাই’ত বলি ঈদ এসোনা গরিব- দুঃখীর ঘরে,
ঈদের খুশির বান ডাকলে কষ্টে আঁখি ঝরে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।