ভালাইপুর প্রতিনিধি: দামুড়হুদার কলাবাড়ী-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ২০১৮ বর্ষের ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৫৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় উপস্থিত হয় ২৫৪ শিক্ষার্থী। বাংলা, ইংরেজি ও গণিত তিনটি বিষয়ে মোট ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। স্কুলের আসন সংখ্যা ২৫৫। এরমধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় ২৪০ জন শিক্ষার্থী। দুপুর ২টার সময় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।