বিনোদন প্রতিবেদন:
কলকাতার নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস। সিনেমার নাম ‘মীর জাফর চ্যাপ্টার ২’। ছবিতে এই অভিনেতার বিপরীতে দেখা যাবে কলকাতার দুই নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি ও শ্রীলেখা মিত্রকে। ২১ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে শ্রীলেখা মিত্র যে নতুন সিনেমা কথা জানিয়েছেন সেটিই এই সিনেমা। এমনটি জানিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদও। শুধু তাই নয়, এই সিনেমায় আরও অভিনয় করবেন জিয়াউল রোশানকে, তার বিপরীতে থাকছে প্রিয়াঙ্কা সরকার। রানা সরকারের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক অর্কদ্বীপ। এরই মধ্যে প্রথম লটের শুট শেষ হয়েছে দ্রুতই শুরু হবে শেষ লটের শুট। সিনেমায় ফেরদৌসকে দেখা যাবে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার একজন প্রভাবশালীর চরিত্রে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।