কর ফাঁকিতে অভিযুক্ত : রোনালদোর দুই বছরের জেল
- আপলোড টাইম : ০৭:৪৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুলাই ২০১৮
- / ৩৯৯ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট: কারাবাসের শাস্তি মেনে বড় অংকের জরিমানা প্রদানে সম্মত ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে কর ফাঁকির অভিযোগের ইতি টানল স্পেনের রাজস্ব বিভাগ। সংস্থাটির উদোগ্যে পরিচালিত কর দেয়ার ক্ষেত্রে দূর্নীতির আশ্রয় নেয়ায় অভিযোগে সাবেক রিয়াল মাদ্রিদের তারকাকে ২ বছরের কারাদন্ড ও ১৯ মিলিয়ন ইউরো জরিমানার আদেশ দিয়েছে স্প্যানিশ আদালত। তবে চুড়ান্ত এই রায়ের ভবিষ্যত কি হবে তা আগে থেকেই নির্ধারিত হয়! আদালতের শাস্তি মাথা পেতে নেয়ার পাশাপাশি নির্ধারিত অংকের জরিমানা পরিশোধেও রোনালদোর সম্মত হন স্পেনের রাজস্ব বিভাগের সংশ্লিষ্ঠ পক্ষের দেয়া প্রস্তাবের বিপরীতে। গত বৃহস্পতিবার প্রকাশিত স্প্যানিশ ইন্টারনাশন্যাল নিউজ অ্যাজেন্সির (ইএফই) প্রতিবেদনে দাবী করা হয় পর্তুগালের অধিনায়ক মওকুফ পেয়েছেন সর্বমোট জরিমানার পরিমান থেকে ৫ দশমিক ৭ মিলিয়ন ইউরো। এর পরও রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলারকে জরিমানা, সুদসহ অন্যান্য মাসুল বাবদ ১৯ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত চার দফায় ১৪ দশমিক ৭ মিলিয়ন ইউরো কর ফাকির অভিযোগে রোনালদোকে ২ বছরের জেল ও বড় অংকের জমিরানার শাস্তি দিয়েছে স্প্যানিশ আদালত। তবে স্পেনের ফৌজদারি দন্ডবিধি অনুযায়ী জেলের ঘানি টানতে হচ্ছে না পর্তুগালের সুপারস্টারকে। দেশটিতে প্রথমবারের মতো আইনভঙ্গকারির কারাদন্ডের শাস্তি মওকুফের বিধান রয়েছে। কিন্তু শাস্তির মেয়াদের মধ্যে দ্বিতীয়বার আইন অমান্যের দায়ে অভিযুক্ত প্রত্যেকের অর্ন্তভুক্তি ঘটে কারাবাসের আওতাধীন অপরাধীর কাতারে।