ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া হকারদের দুর্দিন চলছে। পত্রিকা বিক্রি হচ্ছে না। অর্থের যোগান বন্ধ হয়ে গেছে। খাদ্যের অভাবে অতিকষ্টে দিন পার করছেন তাঁরা। সাহায্যের জন্যে এখনো কেউ এগিয়ে আসেননি। ঝিনাইদহ হকার সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, করোনাভাইরাসের ভয়ে গ্রাহকেরা পত্রিকা কেনা বন্ধ করে দিয়েছেন। বকেয়া বিলও পড়ে আছে। আদায় হচ্ছে না। হকারেরা অসহায় হয়ে পড়েছেন। অনাহারে দিন যাচ্ছে। এমন ভয়াবহ সময়ে তাঁদের সাহায্যে কেউ এগিয়ে আসেননি। কয়েকজন হকার জানান, করোনা রোগের ভয়ে মানুষ পত্রিকা কিনছেন না। আয়-রোজগার হচ্ছে না। অনাহারে দিন কাটাতে হচ্ছে। কী খেয়ে দিন চলবে, প্রশ্ন তাঁদের। করোনা মহামারির এ ভয়াবহ সময়ে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তাঁরা।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।