নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসকে জয় করে পুনরায় কাজে যোগদান করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় করোনা মুক্ত হয়ে তিনি অফিসে যোগদান করায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক চলতি মাসের ১৪ তারিখে করোনায় আক্রান্ত হন। শুক্রবার (২৮ শে আগস্ট) তাঁর করোনা পরীক্ষার ফলোআপ রিপোর্ট নেগেটিভ আসলে তিনি স্বস্তি ফিরে পান। দীর্ঘদিন পর অফিসে যোগদান করায় জেলা পুলিশের সদস্যরা ছাড়াও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।