জাহিদুল হক বাবু:
ঝিনাইদহে ভিটামিন ‘সি’ যুক্ত কাগজি লেবু আবাদে লাভবান হচ্ছেন চাষিরা। প্রতিদিন পাইকাররা লেবু কিনে গাড়িতে করে ঢাকাসহ বিভিন্ন আড়তে নিয়ে বিক্রি করছেন। ফরমালিন ও কেমিক্যাল মুক্ত রসালো কাগজি লেবু সবার কাছেই প্রিয়। আর করোনায় বেড়েছে লেবুর চাহিদা।
সদর উপজেলার ওয়াড়িয়া গ্রামের চাষিরা জানান, ৫-৬ বছর তাঁদের গ্রামের কৃষকেরা লেবু আবাদে ঝুঁকেছেন। গত বছর প্রতি ১ শ লেবু ছিল আড়াই শ টাকা। এবার তা সাড়ে ৫-৬ শ টাকা দামে বাগান থেকেই পাইকারিরা কিনেছেন। লেবুচাষি সালাম জানান, ফলন ধরার পর দুভাবে লেবু বিক্রি করা হয়। প্রথমত স্থানীয় বাজারে পাইকারদের কাছে। এ ছাড়া গাছে ফল বেশি আসার পর পাইকারদের কাছে বিক্রি করা হয়।
ব্যবসায়ীরা জানান, কাচামাল বিক্রেতাদের সঙ্গে আগেই চুক্তি করা থাকে। কেনা দামের ওপর লাভ রেখে বিক্রি করা হয়। করোনার কারণে লেবুর চাহিদা অনেক বেশি। তাই কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্য দিয়েই লেবু কিনে নেওয়া হচ্ছে। ভালো মানের একেকটি লেবুর ক্রয় মূল্যই হচ্ছে ৫ টাকা। যা খুচরা বাজারে ৭-৮ টাকা দরে বিক্রি করা হয়।
উপজেলার মধুহাটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মেসবাহ উদ্দিন বলেন, ভিটামিন ‘সি’ সমৃদ্ধ লেবুর প্রতি সবারই কম-বেশি সারা বছরই আকর্ষণ আছে। চাষিরা যাতে ভালো ফলন পান, তাই সঠিক পরিচর্যার জন্য পরামর্শ দিই।