চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ২১ জানুয়ারি ২০২১
আজকের সর্বশেষ সবখবর

করোনার নতুন রূপ ছড়িয়েছে ৬০ দেশে

সমীকরণ প্রতিবেদন
জানুয়ারি ২১, ২০২১ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্ব প্রতিবেদন:
যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন রূপটি অত্যন্ত ৬০টি দেশে পাওয়া গেছে। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। দ্রুত সংক্রমণ ঘটানো ভাইরাসের নতুন রূপটি এই মুহূর্তে অনেক দেশের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সাপ্তাহিক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে করোনার নতুন রূপটি ৫০টি দেশে পাওয়া গিয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে দেশের সংখ্যা ১০টি বেড়েছে। দক্ষিণ আফ্রিকায় পাওয়া ৫০১ণ.ঠ২ রূপটি যুক্তরাজ্যে শনাক্ত হওয়া রূপটির মতোই, যেটি আরও বেশি সংক্রামক। তবে এটি এখনও প্রাণঘাতি বলে প্রমাণিত হয়নি। এই রূপটি ২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে আরও জানানো হয়েছে, গত সাত দিনে বিশ্বে করোনায় মারা গেছে ৯৩ হাজারের বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছে ৪৭ লাখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।