প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে আরোগ্য লাভ করে অফিসে আগমন করায় মেহেরপুর জেলা পুলিশ কর্তৃক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ সুপার এস এম মুরাদ আলী করোনামুক্ত হয়ে অফিসে আসলে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, ডিআইও-১ ফারুক হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে ফুলেল শুভেচ্ছা জানান। গত ২০ মার্চ পুলিশ সুপার এস এম মুরাদ আলীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। গত ১৩ এপ্রিল পুলিশ সুপারের করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।