দর্শনা অফিস:
দীর্ঘ প্রায় দেড় বছর ধরে করোনাকালীন সময়ে চুয়াডাঙ্গা জজ কোর্টের ১৮২ জন লাইসেন্সধারী মহরাররা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জজ কোর্টের মহরার কমিটির সভাপতি আব্দুর রহমান জানান, ‘গত বছর আমরা সহায়তা চেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রসাশক, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা জেলা জজ উকিল বারের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর সহায়তা দরখাস্ত করেও কোনো সাহায্য পায়নি। এছাড়া আজ অবদি আমরা করোনাকালীন সময় সরকারি বা বেসরকারি কোনো সহযোগিতা পায়নি। ফলে দুঃখে করে আর কারো কাছে আমরা যায়নি। বর্তমানে আমরা এক বেলা খেয়ে না খেয়ে জীবনযাপন করছি। ধার-দেনা করে কোনোমতে বেঁচে আছি। আমাদের সহযোগিতায় কেউ এগিয়ে আসছে না।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে ১৮২ জন লাইসেন্স ও ১৫০ জন শিক্ষনবিশ মহরার তাদের পরিবারের প্রায় সাড়ে ১ হাজার ৬০০ জন ছেলে-মেয়েকে নিয়ে ধার-দেনা করে কোনো রকমে খেয়ে না খেয়ে বেঁচে আছে। আমরা দেখছি প্রায় সব পেশার মানুষই সহযোগিতা পাচ্ছে। কিন্তু আমরা কি অপরাধ করেছি যে, আমরা কোনো সহযোগিতা পাব না। দীর্ঘ দেড় বছর যাবত আমরা কীভাবে বেঁচে আছি, কেউ জানতে চায় না। আমরা কি এ দেশের নাগরিক না, আমরা কি মানুষ না?’
মহরাররা দাবি করে বলেন, ‘আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার প্রদান করে ছেলে-মেয়েদের নিয়ে বাঁচার অধিকার দিন।’
