কবি গোলাম রহমান চৌধুরীর ৫৭তম জন্মদিন পালন

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরীর ৫৭তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে আলমডাঙ্গা আলাউদ্দিন আহমেদ পাঠাগারের অফিসকক্ষে কবির জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবি হামিদুল ইসলাম আজম।

কবি জাহাঙ্গীরের উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য দেন মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি আশরা জাহান আবেদ, গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান,  ইমতিয়াজ উদ্দিন, এম সিদ্দিকুর রহমান, পলাশ আহমেদ, টিক্কা খান, শিবু বাউল, আব্দুর রহিম, ইসরাইল হোসেন, শফিকুর রহমান জীবন ফকির ও আহাদ আলী মণ্ডল।

সভায় কবি গোলাম রহমান চৌধুরীর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় কবি গোলাম রহমান চৌধুরী বলেন, ‘আজ আপনারা স্ব উদ্যোগে আমার জন্মদিন পালন করে আমাকে যে সম্মান দিলেন, আমি কোনো দিন ভুলব না। আমরা গায়ে বাস করি। গুরুজি সিরাজ সামজী আমাকে সাহিত্য পরিষদে নিয়ে এসেছিলেন। আপনাদের কাছে অনুরোধ আপনারা সমাজ ও মানবকল্যাণে কাজ করবেন। কারণ সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভালো কাজ করলে এপারে কিছু না পেলেও সৃষ্টিকর্তা ঠিকিই আপনাকে মূল্য দেবে।’

আলোচনা শেষে সম্প্রতি প্রয়াত কবি আ ফ ম সিরাজ সামজির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে কেক কেটে কবি গোলাম রহমান চৌধুরীর জন্মদিন পালন করা হয়। এরপর ৭ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।