
প্রতিবেদক, সরোজগঞ্জ:
সাংবাদিক পরিচয় দিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল কাদের মিয়ার ইটভাটায় চাঁদার টাকা নিতে এসে জনতার হাতে আটক হয়েছে মুনজুর রাহী নামে এক কথিত সাংবাদিক। মুনজুর রাহী ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চোরকোল গ্রামের আব্দুল আজিজের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঝিনাইদহে কথিত জাস্ট টিভির নামধারী এক সাংবাদিক নয়মাইল ইটভাটার মালিক আব্দুল কাদের মিয়ার ভাগ্নে মাসুদ হোসেনের কাছে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা দাবি করে। গতকাল শনিবার সকালে নয়মাইলে ভাটায় টাকা নিতে এসে গ্যাড়াকলে পড়েন তিনি। এসময় স্থানীয়রা মুনজুর রাহীকে আটক করে।
মুনজুর রাহী বলেন, ‘আমাকে পাঠিয়েছে আজাদ ভাই। তাই আমি টাকা নিতে এসেছি।’ খবর পেয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক ও স্থানীয় সিন্দুরিয়া ক্যাম্পের আইসি মাজহারুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। পরে মুনজুর রাহীর পরিবারের লোকজন এসে মুচলেকা দিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। পুলিশ কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, এই চক্রটি এলাকায় ইটভাটা, পুকুর খননসহ বিভিন্ন স্থান থেকে বেপরোয়াভাবে চাঁদাবাজি করে যাচ্ছে। ইটভাটা মালিক আব্দুল কাদের জানান, শুক্রবার এই চক্রের হাতে পাঁচ লাখ টাকা দেওয়া হলেও শনিবার আবার ৫০ হাজার টাকা নেয়ার জন্য আর একটা চাঁদাবাজকে পাঠিয়েছিল।