কথায় বড় ঝাল
-এম এ মামুন
বেটার কথায় বড় ঝাল
ওরে কথায় বড় ঝাল,
তেলের মূল্য বৃদ্ধি বলায়
বাধলো-রে গোলমাল।
বললে পরেই তেলে-বেগুনে
যাচ্ছে জ্বলে পুড়ে
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
সারা দেশটা জুড়ে।
বাড়লে পরে কমে না যে
সহ্য কেমনে হয়।
লিখছি যথা ঘুরছে মাথা
কি হবে উপায়।
সরকার বাবু বোঝেন বেশি
করলে সমাধান,
দ্রব্যমূল্যের ধরলে লাগাম
বাঁচে গরীব প্রাণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।