চুয়াডাঙ্গা বুধবার , ৩১ আগস্ট ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

কখনো মিডিয়া কোম্পানি হবে না ফেসবুক

সমীকরণ প্রতিবেদন
আগস্ট ৩১, ২০১৬ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

1472545657

প্রযুক্তি ডেস্ক: ফেসবুক কখনো মিডিয়া কোম্পানি হবে না, এটি আগামী দিনগুলোতেও প্রযুক্তি কোম্পানি-ই থাকবে। সোমবার এ কথাগুলো বলেছেন সামাজিক যোগাযোগ জায়ান্টটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। ফেসবুক-টুইটারের মতো সামাজিক মিডিয়া নেটওয়ার্কে সহজেই নানান খবরাখবর পাওয়া যায়। তাই দিন দিন এসব মাধ্যমের ব্যবহারকারী বেড়েই চলেছে। কিন্তু তা স্বত্বেও নিজের প্রতিষ্ঠানের ‘সংবাদ প্রোভাইডার হওয়ার ইচ্ছে’ নেই বলেই জানিয়েছেন জাকারবার্গ। সোমবার লাইভ-স্ট্রিম করা প্রশ্নোত্তর পর্বে ইতালির এক ছাত্র জাকারবার্গকে জিজ্ঞেস করেন, ফেসবুকের ‘নিউজ-এডিটর’ হওয়ার ঝোঁক আছে কিনা? এর উত্তরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানান, ‘না, এমন ইচ্ছে নেই। আমরা প্রযুক্তি কোম্পানি, মিডিয়া কোম্পানি নয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।