ওসি মাহবুবুর রহমান কাজলকে দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

??

দর্শনা অফিস:
চুয়াডাঙ্গা জেলার পাঁচটি থানার মধ্যে গত জুলাই ও আগষ্ট মাসে সবচেয়ে বেশি মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় ৪র্থ বারের মতো মাহবুবুর রহমান কাজল এ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হওয়ায় দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আওয়াল হোসেনের পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ওসি মাহাবুবুর রহমান কাজল সাংবাদিকসহ দর্শনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শনা থানার তদন্ত ওসি শেখ মাহাবুবুর রহমান, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, জাহিদুল ইসলাম, মনিরুজ্জামান সুমন, হারুন রাজু, মোস্তাফিজুর রহমান কচি, রাজিব মল্লিক, মেহেদী হাসান, আহসান হাবীব মামুন, ওয়াসিম রয়েল, আব্দুল রহমান, আব্দুল হান্নান, রিফাত রহমান, বাধন, আমির হোসেন ও আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত উপস্থাপনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডল।