
দর্শনা অফিস:
দর্শনা ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে তিন মাসব্যাপী গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেছেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী। গতকাল সোমবার বেলা দুইটার দিকে পিকেএসফ-এর সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এসইআইপি প্রশিক্ষণ প্রোগ্রামের উদ্বোধন করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন প্রশিক্ষণার্থীর উদ্দেশ্যে নির্র্বাহী পরিচালক বলেন, ‘যারা গ্রামে ও শহরে বিভিন্ন জায়গায় থেকেও প্রশিক্ষনের সুযোগ বঞ্চিত; তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টিই এই প্রশিক্ষণের লক্ষ্য। যে কোনো কাজ শুরু করতে প্রয়োজন প্রশিক্ষণের। প্রশিক্ষণ ছাড়া সফলতা সম্ভব নয়। প্রশিক্ষণ নিয়ে ব্যক্তিগত উদ্যোগ থাকতে হবে। যদি চর্চা থাকে, তাহলে সে ভালো ফল পাবে এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে। এ অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গা, জীবননগর ও দামুড়হুদা উপজেলার ৪২ জন কিশোর-কিশোরীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় এর পূর্বে কিশোর-কিশোরীরা নির্বাহী পরিচালকের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সম্মান জানান। এসময় তিনি এসব কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে বলেন, ‘শুধু চাকরির জন্য নয়, নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে নিজ উদ্যোগে কাজ করে নিজেদের আয়ের ব্যবস্থা করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন অর্থ পরিচালক আমিরুল ইসলাম, প্রশিক্ষণ বিভাগের উপ-পরিচালক জহির রায়হান, সহকারী পরিচালক কিতাব আলী, সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ ও অ্যাডভাইজার আব্দুস শুকুর। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সমন্বয়কারী ও প্রশিক্ষণ কার্যক্রমের অধ্যক্ষ আব্দুস সালাম।