চুয়াডাঙ্গা মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০১৬

ওজন কমিয়ে প্রথম ডেটিংয়ে গিয়েছিলেন ব্রিটনি

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ৬, ২০১৬ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

1473057422

বিনোদন ডেস্ক: প্রথম ডেটিংয়ে নিজেকে প্রিয় মানুষের কাছে আকর্ষণীয় করতে কত জন কত কি যে করে। এই যেমন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স, যিনি পাক্কা ছয় পাউন্ড ওজন কমিয়ে প্রথম ডেটে গিয়েছিলেন। শুধু কি ওজন কমানো! ভীষণ নার্ভাস ছিলেন তিনি। ফ্যাশন ম্যাগাজিন ম্যারি ক্লেয়ারের অক্টোবর সংখ্যার প্রচ্ছদ হয়েছেন এ সংগীতশিল্পী। ম্যাগাজিনটির সঙ্গে খোলামেলা আলাপচারিতায় উঠে এসেছে এ গায়িকার ব্যক্তিজীবনের বিভিন্ন দিক। এ সম্পর্কে ব্রিটনি বলেন, ‘প্রথম ডেটিংয়ে যাওয়ার অভিজ্ঞতাটা খুব একটা ভালো ছিল না আমার। মনে মনে যে ছেলেটিকে খুব পছন্দ করতাম, অবশেষে তার সঙ্গেই একদিন দেখা করতে গেলাম। ভীষণ স্নায়ু চাপে ভুগছিলাম। আমাকে দেখতে কেমন লাগছে তা নিয়ে বারবার দ্বিধা আর চিন্তায় পড়ছিলাম। কপালের সামনে থেকে একগুচ্ছ চুল এদিক-সেদিক হলেও নিজের লুক নিয়ে চিন্তা বেড়ে যাচ্ছিল আমার। দেখা হওয়ার পর আমরা একসঙ্গে সিনেমা দেখতে গেলাম। এদিকে এ সন্ধ্যাটার জন্যই শরীর থেকে আমি বাড়তি ছয় পাউন্ড ওজন ঝরিয়ে ফেলেছি। তবে আমাদের মধ্যের রসায়নটা ঠিক জমছিল না। ও জানত আমি ওকে ভীষণ পছন্দ করি, তবে সে আবেগের ছিটেফোঁটা ওর চোখে আমি দেখিনি। এমন একবার নয়, প্রেমের ক্ষেত্রে ব্রিটনিকে বারবার প্রত্যাখ্যাত হতে হয়েছে। তবে সে সব নিয়ে আফসোস না করে এ তারকা বলেন, ‘আমার মনে হয়, এমনটা কমবেশি সবারই হয়। তারকা হিসেবে এমন কোনো অভিজ্ঞতা আমার হবে না তা কিন্তু নয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।