ওগো অর্ন্তজামি

– এম এ মামুন
কত রকম ফন্দিফিকির
চলছে বাঁচার লড়াই,
তবুওতো থামছে নাকো
করোনার-ই বড়াই।

দিনে দিনে বাড়ছে প্রকোপ
যেমন ইচ্ছে যত,
কে জানে ভাই থামবে কবে
আর হারাব কত?

হে দয়াময় পরোয়ার দেগার
ক্ষমা করো তুমি,
করোনা থেকে দাও মুক্তি
ওগো অর্ন্তজামি।

খবর: (চুয়াডাঙ্গায় ৬ মাসে করোনায় ২৯ জনের মৃত্যু)