
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী পীরগঞ্জ ঠাকুরপুর মসজিদের বার্ষিক ইছালে সওয়াব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার পীরগঞ্জ ঠাকুরপুর মসজিদ প্রাঙ্গণে বিকাল থেকে শুরু হওয়া ইছালে সওয়াব শেষ হয় রাত ১২টায়। ধর্মীয় এ অনুষ্ঠান উপলক্ষে গতকাল সকাল থেকেই ঠাকুপুর গ্রামসহ আশপাশ এলাকায় এক উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে ইছালে সওয়াব প্রাঙ্গন জনসমুদ্রে পরিণত হয়। শুধুমাত্র মুসলিম নয় বিভিন্ন ধর্মালম্বীরা তাদের পূর্ব মানত অনুযায়ী মসজিদে দান করেন টাকা, চাল-ডাল, আবার কেউ দেন মুরগি ও ছাগলসহ বিভিন্ন পণ্য।
ইছালে সওয়াবে প্রধান বক্তা থেকে তাফসির পেশ করেন ঢাকা থেকে আগত হয়রত মাওলানা মুফতী মো. আল আমীন সাইফী। দ্বিতীয় বক্তা ছিলেন চুয়াডাঙ্গা কালিয়াবকরী মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতী আলী আকবর। বিশেষ বক্তা ছিলেন পীরগঞ্জ জামে মসজিদের খতিব ও মুফতি মুহাম্মাদ আব্দুর রশীদ।