
স্বাস্থ্য ডেস্ক: দেশে প্রথম ডিপ্লোমা ইন ইমার্জেন্সি মেডিসিন কোর্স চালু করল এ্যাপোলো হসপিটাল। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, বাংলাদেশে এই প্রথম ইমার্জেন্সি ডিপার্টমেন্ট শিক্ষা কার্যক্রম চালু হলো, যা যুক্তরাষ্ট্রের মেডভার্সিটি ও রয়েল লিভারপুল একাডেমি অনুমোদিত। এই ডিপ্লোমা ইন ইমার্জেন্সি মেডিসিন কোর্সটি শিক্ষার্থীদের জন্য ইমার্জেন্সি কেয়ার বিষয়ক এক বছরের একটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণমূলক কোর্স। বাংলাদেশে একমাত্র এ্যাপোলো হসপিটাল কোর্সটির জন্য অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র। প্রথম ব্যাচের ১০ জন শিক্ষার্থীকে এ্যাপোলো হসপিটালসের পক্ষ থেকে চিফ অপারেটিং অফিসার ডা. রতœ দ্বীপচাসকর ও ডিরেক্টর (মেডিকেল সার্ভিস) প্রসাধ আর. মুগলিকার আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান।