এ্যাড. অব্দুল ওহাব মল্লিকের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, চুয়াডাঙ্গা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক আহ্বায়ক ও সাবেক পাবলিক প্রসিকিউটর(পিপি) এ্যাডভোকেট আব্দুল ওহাব মল্লিকের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিনেমা হল রোডের পুরাতন সাহিত্য পরিষদের সামনে অবস্থিত জামে মসজিদে তার পরিবারের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে চুয়াডাঙ্গা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া চুয়াডাঙ্গা বিএনপি তার অঙ্গ সংগঠন তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার দলীয় কার্যালয় গুলোতে দোয়া মাহফিলের আয়োজন করে বলে জানা গেছে।