এসডিজি বাস্তবায়নে সরকারি বেসরকারি সংস্থাকে বড় অবদান রাখতে হবে
- আপলোড টাইম : ০৯:২৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮
- / ৩৯১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত ভূমিকা ও পরিকল্পনা সভায় ডিসি জিয়াউদ্দীন আহমেদ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ও ব্রাকের সহযোগীতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত ভূমিকা ও পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ নিজে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে বর্তমানে বাংলাদেশ এসডিজির পরিস্থিতি ভবিষ্যৎ ভাবনা-কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন- জাতিসংঘের উদ্যোগে ২০৩০ সালের মধ্যে অধিকতর টেকসই ও সুন্দর বিশ্ব গড়ার প্রত্যয়ে এসডিজি অর্থাৎ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। এতে ১৭টি অভিষ্ট এবং ১৫৯টি লক্ষ্যমাত্রা রয়েছে। ১৭টি অভিষ্টের মধ্যে ১১টি অভিষ্টের ধারণা বাংলাদেশই দিয়েছে। এসডিজির এই মহাপরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা রেখেছে। বাংলাদেশ সরকার সপ্তম পঞ্চ-বার্ষিক পরিকল্পনায় এসডিজিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। ইতোমধ্যে সরকার বাংলাদেশের জন্য প্রযোজ্য ১৫৮টি লক্ষ্যমাত্রা অর্জনের পূর্ণাঙ্গ কর্মকৌশল প্রণয়ন করেছে। বিভিন্ন মন্ত্রণালয় স্ব-স্ব ক্ষেত্রে তা বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ। এসডিজি বাস্তবায়নে জনগণের সম্পৃক্ততা জরুরী। এসডিজি বাস্তবায়নে সরকারি বেসরকারি খাতকে বড় অবদান রাখতে হবে। এজন্য এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু, ব্রাকের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহিন মিয়া, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এবিএম ইসলাম, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসের সহকারি পরিচালক আতাউর রহমানসহ চুয়াডাঙ্গার সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যারের কর্মকর্তাবৃন্দ।