এলডিসি সম্মেলনে যোগ দিতে কাল কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

সমীকরণ প্রতিবেদন:
স্বল্পোন্নত দেশবিষয়ক (এলডিসি) পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে আগামীকাল শনিবার কাতার যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন এ তথ্য জানান। তিনি বলেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ দোহার উদ্দেশে রওনা হবে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মুখপাত্র আরও বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছে। তাই এটি হবে এলডিসি সম্মেলনে বাংলাদেশের শেষ অংশগ্রহণ। ২০২১ সালের নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে এলডিসির তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের চূড়ান্ত প্রস্তাব গৃহীত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় অর্থনৈতিক অনুবিভাগের পরিচালক ফরিদা ইয়াসমিন বলেন, প্রতি ১০ বছর পরপর এলডিসি-বিষয়ক জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১১ সালে সর্বশেষ সম্মেলন হয়েছিল। তিনি বলেন, এবারের সম্মেলনে ১০ বছর মেয়াদি একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। আগামী ১০ বছর পর আবারও এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমরা এলডিসি তালিকা থেকে বের হয়ে যাচ্ছি। তাই মসৃণ ও টেকসই উত্তরণের জন্য বাংলাদেশ কোভিড-সহ অন্যান্য যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে, সেসব বিষয়ের ওপর সম্মেলনে আমরা আলোকপাত করব।’