এমপি ছেলুন জোয়ার্দ্দারের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করলেন চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট নেতৃবৃন্দ

সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত হওয়ায় রেডক্রস-রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা সদস্য ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন চুয়াডাঙ্গা রেডক্রিসেন্টের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের কবরী রোডের এমপির নিজ বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন, ডেলিগেট ও কার্যনির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ইউনিটের সেক্রেটারি ও ডেলিগেট শহিদুল ইসলাম সাহান, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এম এম শাহজাহান মুকুল, আসাদুজ্জামান কবীর ও হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি উপস্থিত ছিলেন।

এসময় ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম সাহান প্রতিষ্ঠাতা সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে গত ৫ মার্চ জাতীয় সদর দপ্তর কর্তৃক রেডসিন ব্লু উইন্টার গার্ডেনে খুলনা বিভাগীয় পর্যায়ে রেডক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটকে শ্রেষ্ঠ ইউনিট ঘোষণা করে ১ লাখ টাকার পুরস্কার ও একটি সনদপত্র প্রদান করে। এ বিষয়ে সার্বিক তথ্য তুলে ধরেন।

এ বিষয়ে জানার পর রেডক্রস-রেডক্রিসেন্টের প্রতিষ্ঠাতা সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সাফল্যের জন্য নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিগত মহামারি কোভিড-১৯ এর সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করায় সদস্যদের ভূয়সী প্রশংসা করে তিনি। এছাড়াও চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান। আগামী দিনে রেডক্রিসেন্ট ইউনিটের সার্বিক সকল কাজে সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন।