চুয়াডাঙ্গা সোমবার , ৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

এমপি ছেলুন জোয়ার্দ্দারের সঙ্গে পরিবেশক সমিতির সৌজন্য সাক্ষাৎ

নিউজ রুমঃ
মার্চ ৬, ২০২৩ ৫:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা পরিবেশক সমিতির নতুন কমিটির সদস্যরা। গতকাল রোববার সকাল ৯টায় এমপির বাসভবনে সৌজন্য সাক্ষাৎকালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন পরিবেশক সমিতির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিবেশক সমিতির সভাপতি হাজী মো. মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক হাজী মো. মাহাবুবুল আলম রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম রেজা, সহসাংগঠনিক সম্পাদক কিংকর কুমার দে, অর্থ সম্পাদক আশরাফুর রহমান জোয়ার্দ্দার মিলন, দপ্তর সম্পাদক সামিউল আওয়াল অপু, প্রচার সম্পাদক সুমন পারভেজ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পলাশ কুমার সাহা, নির্বাহী সদস্য হাজী মো. সালাউদ্দীন চান্নু ও আসলাম উদ্দীন। এছাড়াও সকাল সাড়ে নয়টায় জেলা পরিবেশক সমিতির নতুন কমিটির সদস্যবৃন্দ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।