এবার মেসিকেই খোঁচালেন ম্যারাডোনা

messy_maradonaখেলাধুলা ডেস্ক: আর্জেন্টিনার কোচ থাকাকালীন লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ থাকতেন  দিয়েগো ম্যারাডোনা। বলতেন, মেসি নাকি ঈশ্বরের পা দিয়ে খেলেন। কিন্তু সম্প্রতি সুযোগ পেলেই গ্রহের সেরা ফুটবলারের বিপক্ষে হাল ধরতে দেখা যায় আর্জেন্টিনার ৮৬ বিশ্বকাপ জয়ের নায়ককে। সম্প্রতি মেসির অবসরের ঘটনাকে নাটক বলে খোঁচা দিলেন আর্জেন্টিনার কিংবদন্তী এই ফুটবলার। শতবর্ষী কোপা আমেরিকা ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। এর আগের বছর চিলির বিপক্ষে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করেছিল দলটি। কিন্তু যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশেষ কোপাতেও একই ভাগ্য বরণ করতে হয়েছে আলবিসেলেস্তাদের। দেশের হয়ে সেই শিরোপা জিততে ব্যর্থ হওয়ায় রাগে ক্ষোভে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। কিন্তু দেশের কথা চিন্তা করে সুধীজনদের অনুরোধে আবারও  জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেন মেসি।  আর মেসির এই ঘোষণার পরই তাকে নিয়ে আবার সমালোচনা শুরু করেছেন  ম্যারাডোনা।  আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী প্রাক্তন এই ফুটবলারের দাবি, কোপার ফাইনালে আর্জেন্টনার হারের ইস্যু আড়াল করতেই নাকি মেসি অবসরের নাটক সাঁজান। এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে ম্যারাডোনা বলেন, আমি জানি না মেসির অবসরের ঘটনা আমাদের টানা তৃতীয় ফাইনালে হারকে ভুলিয়ে দিতে পূর্ব পরিকল্পিত ছিল কিনা। সে প্রথমে বলেছিল আমি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছি। পরে আবারও জাতীয় দলে ফিরে এক সপ্তাহেই মানসিকতা পরিবর্তন করেছে। আগামী ২ সেপ্টেম্বর ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলবে আর্জেন্টনা। এর পাঁচ দিন পরেই ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে যাবে আলবিসেলেস্তারা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ওই বাছাইপর্বের ম্যাচে মেসিকে স্কোয়াডে রেখেছেন আর্জেন্টিনা কোচ এদোগার্দে বাউজা।