এবার ওয়াকারের একাদশে মোস্তাফিজ

30252_mustafizখেলাধুলা ডেস্ক: এবার পাকিস্তানি গ্রেট ফাস্ট বোলার ওয়াকার ইউনুসের সেরা একাদশে জায়গা পেলেন মোস্তাফিজুর রহমান। সফল কোচ ওয়াকার ইউনুস এই মুহূর্তে দল গড়লে তার একাদশে কাদের রাখতেন? এর উত্তর পাওয়া যাবে ওয়াকার ইউনুসের এই ওয়ানডে একাদশে।  ক’দিন আগে নিজের পছন্দের টি-টোয়েন্টি বিশ্ব একাদশে মোস্তাফিজুর রহমানকে রেখেছিলেন  অজি গ্রেট ক্রিকেটার শেন ওয়ার্ন। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজের পারফরম্যান্স দিয়েই ওয়ার্নের একাদশে জায়গা নেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ওয়াকার তার নির্বাচিত দলটিরে নাম দিয়েছেন ‘আধুনিক সময়ের সেরা’ ওয়ানডে একাদশ। এতে  রয়েছেন ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সের মতো শীর্ষ ব্যাটসম্যানরা। বোলার হিসেবে মিচেল স্টার্ক, মোহাম্মদ আমিরের সঙ্গে আছেন বাংলাদেশি পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। ওয়াকারের একাদশ: ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ, জশ বাটলার, বেন স্টোকস, মঈন আলী, মিচেল স্টার্ক, মোহাম্মদ আমির ও  মোস্তাফিজুর রহমান। দ্বাদশ  খেলোয়াড়: মার্টিন গাপটিল।