বিনোদন ডেস্ক: ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। গত ঈদে তার অভিনীত ‘শিকারি’ ছবিটি বাজিমাত করার পর এবারের ঈদে দুটি ছবি নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ও রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’ নামে এ দুই ছবিতেই শাকিবের বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা বুবলী। শাকিব খান বর্তমানে অস্ট্রেলিয়া রয়েছেন। সেখান থেকে তিনি মুঠোফোনে মানবজমিনকে বলেন, আসছে ঈদে দেশের বেশিরভাগ সিনেমা হলজুড়েই থাকব আমি ও বুবলী। অর্থাৎ আমাদের অভিনীত দুটি ছবি এবারের ঈদে মুক্তি পাচ্ছে। দুটি ছবি দুই স্বাদের। তাই ছবি দুটি নিয়ে আমি খুবই আশাবাদী। আমি অস্ট্রেলিয়ায় থাকলেও মনটা দেশেই পড়ে আছে। শুধু বড় পর্দা নয়, এবারে ছোট পর্দায়ও শাকিবের উপস্থিতি থাকবে ব্যাপক আকারে। ঈদের অনুষ্ঠানমালায় প্রচারের জন্য একটি গানের অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি। আসছে ঈদুল আজহায় একুশে টিভিতে প্রচার হবে এটি। ‘আমার ছবি আমার গান’ নামের এই অনুষ্ঠানে দেখানো হবে শাকিব খান অভিনীত জনপ্রিয় কিছু সিনেমার গান। গানগুলো দেখানোর আগে শাকিব নিজেই বলবেন এগুলোর সঙ্গে জড়িয়ে থাকা তার স্মৃতি ও অভিজ্ঞতার কথা। এ বিষয়ে তিনি বলেন, এটি একটি ভিন্ন আয়োজন। এর গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন ফারহানা নিশো। আমার অভিনীত ১০টি সিনেমার গান নিয়ে এটি সাজানো হয়েছে। সঞ্চালনা আগে কখনো করিনি। নিয়মিত করতেও চাই না। কিন্তু এই অনুষ্ঠানের ভাবনায় চমক থাকার কারণেই অংশ নিয়েছি। এদিকে এবার ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে শাকিব অভিনীত মুক্তি পাওয়া প্রায় ৫০টি সিনেমা প্রচার হবে। আর গাজী টিভি বাংলা চলচ্চিত্রের দুই নায়ক শাকিব খান ও অনন্ত জলিলের ছবি দিয়ে তাদের ঈদ অনুষ্ঠানমালা সাজিয়েছে। মোট মিলিয়ে এবারও শাকিবময় ঈদ পাবেন সিনেমাপ্রেমীরা। ঈদে বড় পর্দায় ‘শুটার’ ও ‘বসগিরি’ কেমন সাড়া ফেলবে? এ প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘বসগিরি’র ট্রেইলার দেখতে ভালো লেগেছে আমার। আর দর্শকরা গানও বেশ পছন্দ করেছে। অন্যদিকে, ‘শুটার’ও পিছিয়ে নেই। বেশ ভালোভাবে প্রচারণায় এগিয়ে যাচ্ছে। এরমধ্যে একশ’র বেশি হল পেয়েছে। আমার বিশ্বাস, দুটি ছবিই খুব ভালো ব্যবসা করবে। সুনান মুভিজের ব্যানারে ‘শুটার’ ছবিতে শাকিব-বুবলী ছাড়া আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সম্রাট, শাহরিয়াজ, কবির তিথি, জারা ও মিশা সওদাগর প্রমুখ। অন্যদিকে খান ফিল্মসের ব্যানারে নির্মিত ‘বসগিরি’ ছবিতে আরো অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত এবং বাংলাদেশের অমিত হাসান, মিজু আহমেদ, মাজনুন মিজান প্রমুখ। সম্প্রতি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। নাম ঠিক না হওয়া এই ছবিতে তার বিপরীতে কলকাতার শুভশ্রী অভিনয় করবেন বলে জানিয়েছে ছবিটির দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আগামী অক্টোবরে ছবিটির কাজ শুরু হবার কথা রয়েছে। নতুনরূপে নতুনভাবে ভিন্ন কিছু কাজ নিয়ে দর্শকের সামনে আসতে চান শাকিব খান। কারণ শ্রাবন্তী ও শাকিবের ‘শিকারি’ ছবিটি মুক্তি পাওয়ার পর এতে তার লুক ও ফিগার আকৃষ্ট করেছে কোটি দর্শককে। তাই সবার মুখে এখন তিনি শুনতে চান একটাই কথা-‘ভালো হয়েছে ছবিটি’। শাকিব খান বলেন, এখন থেকে যে ছবিতেই হাত দিব তাতে সময় নিয়ে কাজ করার চেষ্টা থাকবে। আগে একটা সময় সংখ্যা হিসাব করা হতো। এই যেমন বছরে ১০ বা ১২টি ছবি করেছি। এই সংখ্যার দিন এখন আর নেই। বছরে চারটি হলেও ভালোমানের কিছু ছবিতেই কাজ করে যেতে চাই। আমি দর্শককে ঠকাতে চাই না। দর্শকের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই।