চুয়াডাঙ্গা মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

এত বড় জার্সি!

সমীকরণ প্রতিবেদন
সেপ্টেম্বর ৬, ২০১৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

30425_sখেলাধুলা ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে ছোট জার্সি কার! বলার অপেক্ষা রাখে না তা মুমিনুল হক সৌরভের। তবে এবার সবচেয়ে বড় জার্সি নিশ্চয়ই অনুমান করতে পারছেন? সদ্য নিয়োগপ্রাপ্ত পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের। গতকালই তিনি তা পরে মাঠে নেমেছেন। জানিয়েছেন ‘স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইন’-এর কর্ণধার মাহতাব উদ্দিন আনোয়ার। জাতীয় দলের তারকাদের জার্সি নিয়ে তিনি জানালেন মুশফিকুর রহীমের জার্সিটাও ছোট। আবার তার ট্রাউজারও ছোট হয়। আবার মাশরাফি বিন মূর্তজার জার্সি লম্বা ক্রিকেটারদের তুলনায় ছোট হলেও ট্রাউজার বিশাল। মোটা বানাতে করতে হয় নানাকরম মাপঝোখ। অবশ্য দীর্ঘদিন জার্সি বানাতে বানাতে এখন আর বিড়ম্বনায় পড়তে হয় না  বিসিবি মনোনীত এই প্রতিষ্ঠানকে। তবে এবার ওয়ালশের জার্সি বানাতে গিয়ে যেমন অবাক হয়েছেন তেমনি শিহরিত হয়েছেন মাহতাব উদ্দিন আনোয়ার। তিনি বলেন, ‘ওয়ালশের আগে আমি অবশ্য এত বড় জার্সি বানিয়েছিলাম পাকিস্তানের ইরফানের জন্য। তিনি খেলতে এসেছিলেন বিপিএল-এ। আমি বলবো ওয়ালশের জার্সিটাই জাতীয় দলের মধ্যে সবচয়ে বড়। আমরা যে দর্জির কাছে সেলাই করতে দিয়েছিলাম তিনি শুরুতেই অবাক হয়েছিলেন এত বড় জার্সি দেখে। তাকে তখন বুঝিয়েছি এটি কার জন্য। অবশ্য জার্সিটা বেশি সময় লাগেনি আমাদের। তবে এই লিজেন্ড বোলারের জার্সিটা বানাতে অন্যরকম শিহরণ অনুভব করেছি।’ এর আগে বাংলাদেশে খেলতে এসেছিলেন ওয়ালশের স্বদেশি ক্রিস গেইল। তার উচ্চতা ছিল ৬ ফুট ২ ইঞ্চি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।