মেহেরপুর অফিস:
করোনাভাইরাস সন্দেহে পরীক্ষায় মেহেরপুরের কারও শরীরে এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো জীবাণু পাওয় যায়নি। মেহেরপুর জেলা থেকে মোট ৩৩৪ জনের পরীক্ষা করার জন্য ঢাকা আইইডিসিআর-এ পাঠানো হয়েছিল। এর মধ্যে রোববার পর্যন্ত ১৭২ জনের পরীক্ষা শেষে তাঁদের মধ্যে করোনাভাইরাসের কোনো নমুনা পাওয়া যায়নি বলে রিপোর্ট প্রদান করা হয়েছে। সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন সবাইকে ৩ ফুট নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, এখন পর্যন্ত এই জেলায় কোনো করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়নি। তিনি সবাইকে সাবধানতা অবলম্বন করে সতর্ক হয়ে চলতে বলেছেন

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।