চুয়াডাঙ্গায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভার ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার (সাতগাড়ি) কায়ুম আলী সড়কের আরসিসি নির্মাণকাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় পৌরসভার কাউন্সিলর-কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে এ কাজের উদ্বোধন করেন তিনি। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজ হবে।
উদ্বোধনের সময় স্থানীয় বাসিন্দাদের কাজ দেখে নেওয়ার আহ্বান জানিয়ে মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘আমি আপনাদের সঙ্গে নিয়ে এই কাজের উদ্বোধন করছি, তার একটাই কারণ। সেটি হচ্ছে কাজ এবং কাজের অনুসাঙ্গিক প্রতিটি বিষয়ই যেন আপনারা জানতে পারেন। এর আগে হয়ত কখনোই এভাবে আপনাদের জানানো হয়নি। বলা হয়নি, কাজে কোন উপাদান কী পরিমাণে ব্যবহার করা হবে। আমি ১০০ শতাংশ স্বচ্ছতার মাধ্যমে কাজ করতে চাই। তাই আপনাদের জানাতে নিজে এসেছি। এই কাজের ফল যেহেুতু আপনারা ভোগ করবেন, তাই কাজ সম্পর্কে বিস্তারিত জানা আপনাদের অধিকার। নিজেদের কাজ নিজেরা বুঝে নিবেন। একই সঙ্গে আমি নিজে তদারকি করব, তদারকি করবেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী। সেই সঙ্গে কাজের সাইটে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। কাজে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।’ এ সময় মেয়র জিপু চৌধুরীর নির্দেশে কাজের উপাদান এবং উপাদানের ব্যবহার বিধি ও কাজের ধরণ সম্পর্কে বিস্তারিত স্থানীয়দের মধ্যে বুঝিয়ে দেন সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার।
উদ্বোধকালে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর আবুল হোসেন, শেফালি খাতুন, দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ মফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হোসেন মিলন, ঠিকাদারী প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী জাবেদ মো. রফিক খান, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মহিদুর রহমান, প্রভাষক তারিক আহসান, উদীচীর যুগ্ম সম্পাদক শেখ ফরিদ, স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নজির উদ্দীন, বদীউজ্জামান, জমায়েত আলী, মতিউর রহমান, মশিউর রহমান, জমজম মিয়া, রনি, সজল প্রমুখ।